শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

ডিএমপির অভিযানে আইস জব্দ, গ্রেপ্তার ৫৪

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩৫ পূর্বাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩৫ পূর্বাহ্ণ
ডিএমপির অভিযানে আইস জব্দ,  গ্রেপ্তার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম আইস, ৪৪ গ্রাম হেরোইন, ৩ হাজার ৬৫ পিস ইয়াবা, ২২ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা, ২৯ বোতল ফেনসিডিল ও ৪টি ইনজেকশন করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।

সংলাপ/২৮/০২/০০৩/আজমল

সম্পর্কিত পোস্ট