শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ২:৪৫ অপরাহ্ণ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ২:৪৫ অপরাহ্ণ
টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। আজ বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিবৃতিতে বলা হয়েছে, ব্যস্ত ক্রিকেট সূচি থেকে নিজেকে হালকা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন।

৩২ বছর বয়সী উইলিয়ামসন পদত্যাগ করায় সাদা পোশাকের ক্রিকেটে কিউইদের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ফাস্ট বোলার টিম সাউদির হাতে। তার সহকারী হিসেবে থাকবেন টম লাথাম। টেস্টের অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন উইলিয়ামসন।

চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরের টেস্ট সিরিজ দিয়ে নিজের টেস্ট অধিনায়কত্বের শুরুটা করবেন সাউদি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।

ব্রেন্ডন ম্যাককালামের পর নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন উইলিয়ামসন। দায়িত্ব পালনের ৬ বছরের মধ্যে ৩৮ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২২টিতে। তার অধিনায়কত্বেই ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।

সম্পর্কিত পোস্ট