প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১:১৪ পূর্বাহ্ণ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১:১৪ পূর্বাহ্ণ
২০ হাজার পিস ইয়াবা, মাদক কারবারে ব্যবহৃত ১টি মোবাইল সহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস দল টেকনাফ থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় হাসপাতালের পিয়ন আব্দুর রহিমকে (৫৭) ২০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ১টি মোবাইল সহ আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।