আগামিকাল বৃহষ্পতিবার বিকেলে তিনটায় মিরপুরে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সাথে দেখা হয়েছে ৭ বার। ৭ বারের দেখায় বাংলাদেশের জয় দুটিতে। আফগানরা জিতেছে ৪ ম্যাচ। এক ম্যাচ পরিত্যক্ত।
আগে তামিমের দল ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। ঠিক উল্টো সমীকরণের সামনে দাঁড়িয়ে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দল আফগানদের ঘায়েল করতে পারবে তো?
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আফগানিস্তানকে পেছনে ফেলার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এই সিরিজ জিততে পারলে টাইগাররা আফগানদের টপকে যাবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে।
বর্তমানে বাংলাদেশের র্যাংকিংয়ের ৯ম স্থানে, রেটিং ২৩১। এক ধাপ এগিয়ে আফগানদের রেটিং ২৩২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায়, তাহলে বাংলাদেশ ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উঠে আসবে। আফগানদের রেটিং হবে ২২৭। যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।
যদি সিরিজ ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা।