আইসিসির নতুন প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অষ্টম স্থানে।
২০১৯ সালের মে মাস থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত সব সিরিজ বিবেচনায় নিয়েছে আইসিসি। তার মধ্যে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজগুলোর শতভাগ আমলে নেওয়া হয়েছে।
সম্প্রতি দেশের মাটিতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ, তবে ১-১ সিরিজ ড্র হয়েছিল আফগানিস্তানের সঙ্গে। সিরিজগুলো থেকে দুই রেটিং পয়েন্ট নিয়ে নয় থেকে আট নম্বরে উঠেছে মাহমুদউল্লার দল।
টি-টোয়েন্টিতে এক ধাপ উন্নতি হলেও টেস্ট এবং ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের জায়গাতে রয়েছে। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে সপ্তম স্থানে তামিমের দল ও ৫১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে নবম স্থানে মুমিনুলের দল।
টি-টোয়েন্টিতে ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। ২৬১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে পাকিস্তান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ২৫১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আর ষষ্ঠ স্থানে রয়েছে বিশ্বকাপের রানার আপ নিউজিল্যান্ড।