শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাতার বিশ্বকাপ

টিকিটের মূল্য ও কিভাবে কিনবেন জেনে নিন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ
টিকিটের মূল্য ও কিভাবে কিনবেন জেনে নিন

চলতি বছরের ২১ নভেম্বর পর্দায় উঠবে কাতার বিশ্বকাপের। এ নিয়ে প্রথমবারের মতো আরব বিশ্বে গড়াচ্ছে ফুটবলের বৈশ্বিক ইভেন্ট। ইতোমধ্যে ড্র অনুষ্ঠিত হয়েছে। কোন দল কোন গ্রুপে পড়েছে তা জেনে গেছেন ফুটবলপ্রেমীরা। এরই মধ্যে টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে এবং তা বিক্রিও শুরু হয়েছে। মাঠে বসে এবারের বিশ্বকাপের ম্যাচ দেখার আগ্রহ ফুটবল সমর্থকদের মাঝে বেশি দেখা যাচ্ছে। অল্প সময়ের মধ্যে টিকিট বিক্রি হয়ে যাওয়াতে তা দেখা গেছে।

যেভাবে ২০২২ বিশ্বকাপের টিকিট কিনবেন
বিশ্ব ফুটবলের এ আসরের টিকিট ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে। এজন্য ফিফার টিকিট পোর্টালে অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করতে হবে খেলাটির ভক্তদের।

প্রাথমিক পর্যায়ে কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি হয়েছে ৮ লাখেরও বেশি। এ টিকিটের অধিকাংশই কিনেছেন স্বাগতিক দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও সংযুক্ত আরব আমিরাতের দর্শকরা।

এ আসরে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রিও শুরু হয়েছে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত তা চলবে। আর তৃতীয় স্তরে টিকিট বিক্রি শুরু হবে চলতি বছরের শেষদিকে। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে।

২০২২ বিশ্বকাপের টিকিটের মূল্য
মোট চার শ্রেণিতে টিকিটের মূল্য নির্ধারণ করেছে ফিফা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির টিকিট অনলাইনে বিশ্বের যেকোনও দেশের লোকজন কিনতে পারবেন। তবে চতুর্থ শ্রেণির টিকিট কেবল কাতার নাগরিকদের জন্য নির্ধারণ করা হয়েছে।

নিচে টিকিটের মূল্য তুলে ধরা হলো-

উদ্বোধনী ম্যাচ – ৪৭০ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) -৩৩৪ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) – ৩০০ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) – ৪১ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) – ৪১ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

গ্রুপ পর্ব (২-৪৮ ম্যাচ পর্যন্ত) – ১৬৭ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) – ১২৫ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) – ৫২ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) – ৮ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) – ৮ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

রাউন্ড অব ১৬ (৪৯-৫৬ ম্যাচ) – ২০৯ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) – ১৫৬ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) – ৭৩ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) – ১৪ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) – ১৪ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

কোয়ার্টার ফাইনাল (৫৭-৬০ ম্যাচ) – ৩২৪ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) – ২১৯ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) – ১৫৬ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) – ৬২ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) – ৬২ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

সেমিফাইনাল (৬১-৬২ ম্যাচ) – ৫১৮ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) – ৫০১ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) – ২৭১ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) – ১০৪ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) – ১০৪ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

তৃতীয় স্থান নির্ধারণী (৬৩ ম্যাচ) – ৩২৪ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) – ২২৯ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) – ১৫৬ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) – ৬২ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) – ৬২ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

ফাইনাল – (৬৪ ম্যাচ) – ১,২২৩ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) – ৭৬৩ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) – ৪৬০ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) – ১৫৬ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) – ১৫৬ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

সম্পর্কিত পোস্ট