সারাদেশে এ পর্যন্ত কোভিড ভ্যক্সিনের জন্য নিবন্ধন করেছে প্রায় সাড়ে ৫ কোটি। এর ভেতর জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে ৫ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৫ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৭৭ হাজার ৪৬১ জন নিবন্ধন করেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৬২ হাজার ২৭৪ জন টিকা নিয়েছেন। তার মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৭৬০ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৩১ হাজার ৫১৪ জন। প্রথম ডোজের টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৬ হাজার ৫৪৫ জন ও নারী ১ লাখ ৬৪ হাজার ২১৫ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ১৫৫ জন ও নারী ১ লাখ ১০ হাজার ৩৫৯ জন।
দেশে এ পর্যন্ত টিকাগ্রহীতার সংখ্যা ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন।
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ৯:৩০ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ৯:৩০ অপরাহ্ণ