মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

টিকটক-ফেসবুকে সক্রিয়তায় সিনেমা হাতছাড়া

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১২:০৪ পূর্বাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১২:০৪ পূর্বাহ্ণ
টিকটক-ফেসবুকে সক্রিয়তায় সিনেমা হাতছাড়া

শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘মানব দানব’-এ চুক্তিবদ্ধ হয়েছেন শালুক নামের একজন নবাগত নায়িকা। ছবিটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। জানা গেছে, এ ছবিতে দীঘির অভিনয়ের বিষয়টি প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের আরোপ করা নানা শর্তের কারণে শেষ পর্যন্ত ছবির সঙ্গে থাকতে পারেননি তিনি। এরমধ্যে একটি শর্ত হলো, টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না। 

‘মানব দানব’-এ নায়কের ভূমিকায় থাকছেন কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত। সংবাদমাধ্যমকে সেলিম খান জানান, ‘দীঘিকে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে, তা হলো, পরপর শাপলা মিডিয়ার ৫টি সিনেমায় অভিনয় করতে হবে তাকে। দ্বিতীয় হলো- টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না। তৃতীয় শর্ত ছিল- ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতাভ দত্ত ওই সময়েই শিডিউল দিয়েছেন।’এসব শর্ত মানতে পারেননি দীঘি। সে কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। তবে দীঘি জানিয়েছেন, শিডিউল না মেলায় তিনি কাজটি করছেন না।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘির নায়িকা হিসেবে অভিষেক হয় গত বছর। এরইমধ্যে তার দুটি ছবি মুক্তি পেয়েছে।

সম্পর্কিত পোস্ট