রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

টাফটস বিশ্ববিদ্যালয়ে নিউ ইয়র্ক কনসাল জেনারেলের বৈঠক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ৪:১৯ অপরাহ্ণ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ৪:১৯ অপরাহ্ণ
টাফটস বিশ্ববিদ্যালয়ে নিউ ইয়র্ক কনসাল জেনারেলের বৈঠক

নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসির শীর্ষ কর্মকর্তাবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার বৈঠকে ফ্লেচার স্কুলের ডিনের উপদেষ্টা জেরার্ড শিহান, অধ্যাপক আলনূর ইব্রাহিম, ভর্তি ও বৃত্তি শাখার পরিচালক ড্যানিয়েল বার্ডসাল, নির্বাহী শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিলারি প্রাইস এবং সহযোগী পরিচালক জেনি স্ট্র্যাকোভস্কি উপস্থিত ছিলেন। এছাড়া বর্তমানে ফ্লেচার স্কুলে অধ্যয়নরত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. হাসান আব্দুল্লাহ তৌহিদ বৈঠকে অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে ডিনের উপদেষ্টা জেরার্ড শিহান ১৯৫৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ফ্লেচার স্কুলে ‘লিডারশীপ এক্সচেঞ্জ প্রোগ্রামে’ অংশগ্রহণ এবং বাংলাদেশ ফরেন সার্ভিসের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্তৃক ফ্লেচার স্কুলে মাস্টার্স ডিগ্রি অর্জনের কথা উল্লেখ করেন। ফ্লেচার স্কুল বাংলাদেশ ফরেন সার্ভিসে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গর্বিত এবং ভবিষ্যতে সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কনসাল জেনারেল তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করেন এবং এ সম্পর্কের অগ্রযাত্রায় ফ্লেচার স্কুলের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে উচ্চপর্যায়ের প্রতিনিধিগণের অংশগ্রহণে একটি সেমিনার উভয়পক্ষের সুবিধাজনক সময়ে আয়োজনের ব্যাপারে ফ্লেচার কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া প্রদান করে। পরে কনসাল জেনারেল ফ্লেচারে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়োজনে “এশিয়া-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ভূরাজনীতি ও যোগাযোগ” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন। কনসাল জেনারেল ফ্লেচার স্কুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর কার্যাবলী সম্পর্কে অবহিত হন।

সম্পর্কিত পোস্ট