
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ও গোলশুন্য ছিল চেলসি ও লিভারপুলের। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে চেলসিকে টাইব্রেকারে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতল লিভারপুল। দর্শকরা যেন আবারও মাস তিনেক আগের লিগ কাপের ফাইনালের পুনরাবৃত্তি দেখলো। পেনাল্টি শুট আউটে ৬-৫ গোলে জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
গত ফেব্রুয়ারিতেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচেও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ছিল। পরবর্তীতে টাইব্রেকারে জয় তুলে নিয়েছিল লিভারপুল। শনিবার রাতেও লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আবারও সেই লিভারপুলের কাছে টাইব্রেকারে হারলো চেলসি।
টাইব্রেকারে দুই দলেরই সেরা দুই ফুটবলার শট মিস করেছেন।
লিভারপুলের সাদিও মানে এবং চেলসির ম্যাসন মাউন্ট। চেলসির সিজার আজপিলিকুয়েতাও মিস করেছিলেন। দুই দলকেই শট নিতে হয়েছে ৭টি করে। ৭ শটের মধ্যে দুটি মিস করে চেলসি, একটি মিস করে লিভারপুল।