টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এখন পর্যন্ত ফেভারিট পাকিস্তানই। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এই ম্যাচ জিতলে পাকিস্তানের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে ফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প পথ নেই আফগানিস্তানের।
তাই দুই দলের এই খেলাকে যুদ্ধ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই ম্যাচেই জয় পায় পাকিস্তান।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমাতউল্লাহ উমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি