সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান কাপ্তান বাবর আজম। ফলে আগে ব্যাট করবে রোহিত শর্মার দল ভারত।
দ্বিতীয়ার্ধে শিশির পড়বে বলে আশা তার, মূলত সে কারণেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দেখা হয়েছিল দুই দলের। ওই ম্যাচে জয় পেয়েছিল ভারত। আবার দুবাইতে ম্যাচ। আগের ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই এবং ওই ম্যাচে টস জিতেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
তবে, আজ সুপার ফোরের ম্যাচে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং স্বাভাবিকভাবেই টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণয়, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।