বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

টস জিতে ব্যাট করছে আরব আমিরাত

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ২:০৫ অপরাহ্ণ আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ২:২৫ অপরাহ্ণ
টস জিতে ব্যাট করছে আরব আমিরাত

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের এ-গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক। প্রথম দুই মাচ হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে আরব আমিরাত।

এদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে নামিবিয়া। তবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় তারা। এ ম্যাচ জিতলে রান রেটে এগিয়ে থেকে সুপার টুয়েলভ নিশ্চিত হবে নামিবিয়ার। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে দলটি।

আরব আমিরাত একাদশ
মুহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক), সিপি রিজওয়ান (অধিনায়ক), আলিশান শরাফু, আয়ান আফজাল খান, বাসিল হামিদ, ফাহাদ নওয়াজ, কার্তিক মায়াপ্পন, আহমেদ রাজা, জুনায়েদ সিদ্দিকি এবং জহুর খান।

নামিবিয়া একাদশ
স্টিফেন বার্ড, মাইকেল ফন লিঙ্গেন, নিকোল লফটি-ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন (উইকেটরক্ষক), রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।

সম্পর্কিত পোস্ট