বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১ | ১০:০০ পূর্বাহ্ণ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ | ১০:০০ পূর্বাহ্ণ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাবর আযমের দলের বিপরীতে টস জিতে ব্যাট নিয়ে মাঠে নামলো বাংলাদেশ। চট্টগ্রাম স্টেডিয়াম বাংলাদেশের জন্য বেশিরভাগ সময়ই বয়ে আনে সৌভাগ্য। এই স্টেডিয়ামে ব্যাটসম্যানদের ব্যাটে রান আসে। ম্যাচ শুরুর আগেরদিনও বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম মন্তব্য করেছিলেন, রান ওঠার মত একটা উইকেট। কিউরেটর জাহিদ রেজা বাবুও জানিয়েছিলেন, উইকেট থাকবে আগের মতই।

যে উইকেটে রান ওঠার সম্ভাবনা, সেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিতে চাইবেন যে কোনো অধিনায়ক। বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হকও সেই পথে হাঁটলেন। বাবর আজমের সঙ্গে কয়েন নিক্ষেপ করতে নেমে জয় পেয়েই সিদ্ধান্ত নিলে প্রথমে ব্যাট করার।

সম্পর্কিত পোস্ট