মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

রাঙামাটির অন্যতম আকর্ষণ

ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১ | ৩:০০ অপরাহ্ণ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ | ৩:১৭ অপরাহ্ণ
ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

পানির নিচে এখন ঝুলন্ত সেতু। এরই মধ্যে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ । গত কয়েক দিনের বৃষ্টিতে ও উজানের ঢলে পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির কাপ্তাই হ্রদের উপর নির্মিত “সিম্বল অব রাঙামাটি” খ্যাত সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা ঝুলন্ত সেতুটি।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সেতুটি দিয়ে পর্যটকদের চলাচল বন্ধ ঘোষণা করে পর্যটন কর্তৃপক্ষ। সেতুটি পানির নিচে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। এতে আবারও ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা।

তবে পর্যটন কর্তৃপক্ষের আশা, শিগগিরই পানি কমবে এবং সংস্কার শেষে সেতুটি ফের চালু করা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সেতু এলাকায় পর্যটক প্রবেশ বন্ধ করা হয়েছে বলেও জানান তারা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বড়ুয়া বলেন, ‘কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে ব্রিজের পাটাতন ডুবে গেছে। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা ব্রিজের ওপর দর্শনার্থীদের চলাচল আপাতত বন্ধ করে দিয়েছি। পানি কমলে পুনরায় ব্রিজের ওপর চলাচল খুলে দেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট