
বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি কমিউনিটির কাছে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়েছেন এক দক্ষিণ আফ্রিকা প্রবাসী। সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় জোহানসবার্গের ফোর্ডসবার্গে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এক সংবাদ সম্মেলন করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী শফিকুল ইসলাম।
তিনি অভিযোগ করে বলেন, গত ২৭ ডিসেম্বর আইডুজা থেকে গাড়িসহ নবী হোসেনকে অপহরণ করে সশস্ত্র কিছু লোক। ওই দিন বিকেলে অপহরণকারীরা শফিকুলের মোবাইলে কল করে ৫ মিলিয়ন রেন্ড মুক্তিপণ দাবি করে। পরে তিনি ২ মিলিয়ন রেন্ড যোগাড় করেন এবং এক মিলিয়ন রেন্ড দিয়ে ৩১ ডিসেম্বর নবীকে অপহরণকারীদের হাত থেকে ছাড়িয়ে আনেন। এরপর স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করেন। অপহরণকারীকে দেওয়া মুক্তিপণ বাবদ ১ মিলিয়ন এবং চিকিৎসা খরচ বাদ দিয়ে যোগাড় হওয়া ২ মিলিয়ন থেকে বাকি টাকা নবী হোসেনের অ্যাকাউন্টে জমা দেন তিনি।
কিন্তু সম্প্রতি নুরুল আমিন ও রুহুল আমিন নামের দুই ব্যক্তি তাকে প্রতিনিয়ত কল করে জীবননাশের হুমকি দিচ্ছেন। তারা দাবি করছেন, নবী হোসেনের অপহরণ ও মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় শফিকুল জড়িত। এ অবস্থায় শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি কমিউনিটির কাছে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়েছেন।