সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাঘিনীরা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১ | ৮:৪৬ অপরাহ্ণ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ | ৮:৪৭ অপরাহ্ণ
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাঘিনীরা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে স্বাগতিক দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শারনে মায়ার্স। তাছাড়া তাদের ছয়জন ব্যাটার কোনো রানই করতে পারেননি এই ম্যাচে। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল। ৩ উইকেটে জয়লাভ করে তারা। মুর্শিদা খাতুন ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নিগার ১২ ও নুজহাত তাসনিয়া ১০ রান করেন। এই জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা।

সম্পর্কিত পোস্ট