বার্লিনে জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জার্মান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর খান এবং সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল।
স্থানীয় সময় রোববার নগরীর একটি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে আসা দলীয় নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান। এ সময় তিনি আশা ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার নির্দেশেই প্রবাসেও জার্মান আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাবে।
এতে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রধান জয়নাল হক, আলমগীর আলম, ফিরোজ আলম, বাবুল তালুকদার, প্রকৌশলী হাসনাত মিয়া, মো. শাহাবুদ্দিন, মায়েদুল ইসলাম, সূর্য কান্ত ঘোষ, কামাল ব্যাপারী।