শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

জার্মানিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ: ১৮ মার্চ ২০২২ | ৪:৩৯ অপরাহ্ণ আপডেট: ১৮ মার্চ ২০২২ | ৪:৩৯ অপরাহ্ণ
জার্মানিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবসের শুরুতে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। যার প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম মুখর জীবন, কর্ম, আদর্শ ও একটি স্বাধীন দেশ গঠনে তার ভূমিকা ও অবদানের নিয়ে আলোচনা করা হয়।

সভায় রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিশুদের সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে বেড়ে উঠতে যা যা প্রয়োজন তার সবকিছুই নিশ্চিত করছেন।

অনুষ্ঠানে দূতাবাসের উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

সংলাপ-১৮/০৩/০০৭/আ/আ

সম্পর্কিত পোস্ট