মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন মোস্তফা মাহমুদ

প্রকাশ: ২৫ মার্চ ২০২২ | ১২:২০ অপরাহ্ণ আপডেট: ২৫ মার্চ ২০২২ | ১২:২০ অপরাহ্ণ
জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন মোস্তফা মাহমুদ

মোস্তফা আল মাহমুদকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের নিজ ক্ষমতাবলে তাকে পদোন্নতি দেন।

এ বিষয়ে দেওয়া এক চিঠিতে বলা হয়, নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারার ১২ এর ৩ উপধারা ও ২০/১(১)ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য পদে মোস্তফা আল মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন পদ পাওয়ার পর মোস্তফা আল মাহমুদ জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং নিজ জেলা-উপজেলাসহ পার্টির সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন জাপা চেয়ারম্যান।

মোস্তফা মাহমুদ তার প্রতিক্রিয়ায় বলেন, আমার কাজে সন্তুষ্ট হয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিব আমাকে পদোন্নতি দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনে চেয়ারম্যানের নির্দেশে দলকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে যা-যা করার দরকার আমি করব।

সম্পর্কিত পোস্ট