মোস্তফা আল মাহমুদকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের নিজ ক্ষমতাবলে তাকে পদোন্নতি দেন।
এ বিষয়ে দেওয়া এক চিঠিতে বলা হয়, নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারার ১২ এর ৩ উপধারা ও ২০/১(১)ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য পদে মোস্তফা আল মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন পদ পাওয়ার পর মোস্তফা আল মাহমুদ জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং নিজ জেলা-উপজেলাসহ পার্টির সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন জাপা চেয়ারম্যান।
মোস্তফা মাহমুদ তার প্রতিক্রিয়ায় বলেন, আমার কাজে সন্তুষ্ট হয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিব আমাকে পদোন্নতি দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনে চেয়ারম্যানের নির্দেশে দলকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে যা-যা করার দরকার আমি করব।