জাতীয় প্রেস ক্লাব ও প্রেসক্লাব অব ইন্ডিয়ার মধ্য এক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। গত (৭সেপ্টেম্বর) দুই ক্লাবের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ফরিদা ইয়াসমিন ও উমাকান্ত লাখারিয়া। এরপর (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভাবে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সমঝোতা স্মারকপত্রটি ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের হাতে তুলে দেন সভাপতি ফরিদা ইয়াসমিন।
সমঝোতা অনুযায়ী দুই ক্লাবের সদস্যরা পরস্পরের ক্লাব সুযোগসুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও ভবিষ্যতে পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে পেশাগত নানা কর্মসূচি পালন করবে দুই দেশের প্রেস ক্লাব সদস্যরা।
চলতি মাসের প্রথম দিকে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার আমন্ত্রণে ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন অনুষ্ঠানে যোগ দেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি। এসময় উভয় ক্লাবের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। স্মারকপত্র সাক্ষরকালে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল বিনয় কুমার ও সাবেক সভাপতি গৌতম লাহিড়ীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।