প্রকাশ: ৪ অক্টোবর ২০২২ | ১:৩৫ অপরাহ্ণ আপডেট: ৪ অক্টোবর ২০২২ | ১:৩৫ অপরাহ্ণ
ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের শীর্ষ কারা কর্মকর্তার নিজ বাড়ি থেকে সোমবার রাতে গলা কাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। খুন হওয়া এই কর্মকর্তার নাম হেমন্ত লোহিয়া। তিনি জম্মু ও কাশ্মীর কারাগারের মহাপরিচালক।
যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর সফরে রয়েছেন, ঠিক তখনই এ ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপত্যকাটির ধর্মীয় পরিস্থিতি আবারও অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
তবে জম্মু জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ মুকেশ সিং বলেছেন, এ ঘটনার সঙ্গে ধর্মীয় কোনো যোগসাজশ নেই।
ঘটনার পর পরই হেমন্ত লোহিয়ার বাড়ির গৃহকর্মী পলাতক রয়েছে। তাকে খুঁজে পেলে ঘটনার আসল কারণ জানা যাবে।