শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অংশীজনদের সভায় ৬ সিদ্ধান্ত

জনশক্তি ও কর্মসংস্থান অফিস উপজেলায় স্থাপনের উদ্যোগ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ
জনশক্তি ও কর্মসংস্থান অফিস উপজেলায় স্থাপনের উদ্যোগ

উপজেলা পর্যায়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস স্থাপন, চট্টগ্রাম থেকে বহির্গমন ছাড়পত্রের পরিমাণ বৃদ্ধি সহ ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস। গতকাল বুধবার জনশক্তি অফিসের অংশীজনদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার সভায় সভাপতিত্ব করেন। সভায় অভিবাসন ব্যবস্থা নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়তিকরণ, মধ্যসত্বভোগীদের দৌরাত্ব হ্রাস ও অভিবাসন সংক্রান্ত সকল তথ্যাদি গণমানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে, অভিবাসন সংশ্লিষ্ট সরকারী বেসরকারী সংস্থার সমন্বয়ে অন্য চার সিদ্ধান্ত হচ্ছে মহিলা কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদান, টিটিসিতে প্রাক বহির্গমণ ও ওরিয়েন্টেশন মান বৃদ্ধি, টিটিসিতে প্রাক বহির্গমণ ও ওরিয়েন্টেশন এ রিক্রুটিং এজেন্সি প্রোপাইটার সংযুক্তকরণ ও হ্যালো ডিইএমও এ্যাপসটি আপগ্রেড করে অভিবাসন সংক্রান্ত সকল তথ্যাদি প্রেরণ।

সভায় মহিলা টিটিসি, চট্টগ্রাম রিক্রুটিং এজেন্সি ট্রেড ইনফরমেশন, মেসার্স কানন ইন্টারন্যাশনাল, স্টার ইন্টারন্যাশনাল, আর জুবাইদি ইন্টারন্যাশনাল, মাসুদ জামিল ওভারসিজের মালিক সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট