বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

চীনে ১৩৩ যাত্রী নিয়ে প্লেন বিধ্বস্ত

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ৪:১৯ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২২ | ৪:১৯ অপরাহ্ণ
চীনে ১৩৩ যাত্রী নিয়ে প্লেন বিধ্বস্ত

চীনে ১৩৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভি।

খবরে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে এক গ্রামীণ পল্লীতে বিধ্বস্ত হয়।

জানা গেছে, ঘটনার সময় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ১৩৩ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। এরই মধ্যে পাহাড়ি অঞ্চলে উদ্ধারকাজ শুরু হয়েছে।

গুয়াংজি জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ১৩৩ জন যাত্রী বহনকারী একটি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।’

অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে গাছের মাঝ থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে। এভিয়েশন সেফটি নেটওয়ার্ক টুইট করেছে, ‘আমরা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ৫৭৩৫ এর সম্ভাব্য দুর্ঘটনার বিষয়ে একাধিক অসমর্থিত প্রতিবেদন অনুসরণ করছি।’

ফ্লাইট ডেটা দেখায় যে, প্লেনটি মুহূর্তের মধ্যে হাজার হাজার ফুট নেমে গিয়েছিল। তবে কেন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সংলাপ-২১/০৩/০০৬/আ/আ

সম্পর্কিত পোস্ট