প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৬:৫৬ অপরাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৬:৫৬ অপরাহ্ণ
চীনের একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন নিহত ও দগ্ধ হয়েছেন আরও তিনজন।
দেশটির সংবাদমাধ্যম সিজিটিএন চীনা প্রশাসনের বরাতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, জিলিন প্রদেশের চ্যাংচুন শহরে অবস্থিত রেস্তোরাঁটিতে আগুনের সূত্রপাত হয় স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। আগুন লাগার বিষয়টি তদন্ত করা হচ্ছে।