বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০

চীনে কয়লা কোম্পানির দপ্তরে অগ্নিকাণ্ডে ২৫ মৃত্যু

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩ | ৩:২৫ অপরাহ্ণ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ | ৩:২৫ অপরাহ্ণ
চীনে কয়লা কোম্পানির দপ্তরে অগ্নিকাণ্ডে ২৫ মৃত্যু

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা কোম্পানির দপ্তরে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শানসির লুলিয়াং শহরে ইয়ংজু কয়লা শিল্প কোম্পানির চারতলা দপ্তর ভবনে আগুন লাগে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডে দগ্ধ ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বহু মানুষকে ভবনটি থেকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পরও উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে তারা।

চীনের সামাজিক মাধ্যম উয়িইবোতে পোস্ট করা ভিডিওগুলোতে ভবনটি থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হয়ে আসতে দেখা গেছে।

শানসি চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী প্রদেশ। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য ইয়ংজু কয়লা শিল্প কোম্পানিতে কল দেওয়া হলেও তারা জবাব দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুন লেগে ২৯ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে সেখানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। সামাজিক মাধ্যমে অনেকই স্থানীয় কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন।

চীনের শিল্পক্ষেত্রে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। দুর্বল নিরাপত্তা মান ও আইন প্রয়োগে শিথিলতার কারণেই এসব ঘটনা ঘটে বলে ধারণা পর্যবেক্ষকদের।

সম্পর্কিত পোস্ট