রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সকল বিতর্কের অবসান ঘটিয়ে

চলতি মাসেই জাপানের রাজকন্যা মাকো-কোমুরোর বিয়ে

প্রকাশ: ১ অক্টোবর ২০২১ | ৩:৫১ অপরাহ্ণ আপডেট: ১ অক্টোবর ২০২১ | ৩:৫১ অপরাহ্ণ
চলতি মাসেই জাপানের রাজকন্যা মাকো-কোমুরোর বিয়ে

দীর্ঘ প্রতিক্ষা আর সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে প্রেমিক কোমুরো কেই এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন জাপানের রাজকন্যা মাকো। জাপানের ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি জানিয়েছে আগামি ২৬ অক্টোবর বিয়ের দিন নির্ধারিত হয়েছে।

জাপানের ইতিহাসে রাজকন্যা মাকোর বিয়ে প্রেমের জন্য বিসর্জন দেওয়ার এক অনন্য উদাহরণ হতে চলেছে। কারন কোমুরো কেই জাপানের একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের প্রেম নিয়ে বিতর্ক যেন থামছেনা।

দেশটির রাজ পরিবারের কঠোর নিয়মের কারনে নারীদের বিয়ে কোন সাধারণ পরিবারে হতে পারেনা, এজন্যই সহপাঠী কোমুরোকে বিয়ে করে রাজকীয় মর্যাদা বিসর্জন দিতে যাচ্ছেন তিনি। বিয়ের পর তারা সাধারণ জীবন যাপন করবেন এবং আইন অনুসারে তারা কোন ধরনের রাজকীয় সুযোগ সুবিধা পাবেন না। তবে এই আইন পুরুষ সদস্যদের জন্য প্রযোজ্য নয়।

টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী থাকা কালে ২০১২ সালে দুই সহপাঠী রাজকন্যা মাকো এবং কোমুরো কেই এর প্রথম সাক্ষাৎ হয়। তাদের সখ্যতা ও প্রেম নিয়ে জাপানে তৈরি হয় ব্যাপক আলোচনা সমালোচনা।

সবকিছুকে উড়িয়ে দিয়ে ২০১৭ সালে বাগদান সারেন এই যুগল। এর পরের বছর ২০১৮ সালে তাদের বিয়ের প্রাথমিক সময় নির্ধারণ করা হলেও কুমোরোর মায়ের আর্থিক সমস্যার খবর ছড়িয়ে পড়ে। এতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পিছিয়ে যায় যদিও রাজ পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন সমস্যাকে স্বীকার করা হয়নি।

এই বিয়ের খবরে জাপানের মিডিয়া পাড়ায় বরাবরের মতই সাড়া পেলেছে। জানাগেছে রাজকন্যা মাকো বিয়ের সময় রাজপরিবারের প্রথাগুলো অনুসরণ করবেন না। বিয়ের পর তারা যুক্তরাষ্ট্রে আইন পেশায় নিয়োজিত হবেন এবং সেখানেই বসবাস করবেন।

সম্পর্কিত পোস্ট