শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

চমেকের অর্থোপেডিক ওয়ার্ডে অগুন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১ | ৮:১৩ অপরাহ্ণ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ | ৮:১৩ অপরাহ্ণ
চমেকের অর্থোপেডিক ওয়ার্ডে অগুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল অর্থোপেডিক বিভাগে এয়ার কন্ডিশনার(এসি) মেরামতের কাজ করার সময় আগুন লাগে। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যার ৬ টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই ঘটনা ঘটে। এসময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীদের সহায়তায় আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ফায়ার সার্ভিস বলছে, চমেকে ৬ষ্ঠ তলায় ২৮ নং ওয়ার্ডে লোহার রড কাটার সময় আগুন লাগলে এক লোক আমাদেরকে ফোন দেয়। পরে আমরা ঘটনাস্থালে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণ চলে আসে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, আজ সন্ধ্যার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের এসি থেকে ধোঁয়া বেরুতে শুরু করে। এসময় আতঙ্কে হুড়োহুড়ি করে বেরিয়ে যায় রোগী ও রোগীর স্বজনরা। পরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য ও হাসপাতালের কর্মচারীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বুধবার সন্ধ্যায় চমেকের ৬ তলায় অর্থোপেডিক বিভাগে হঠাৎ এসি থেকে ধোঁয়া বেরুতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আগুন নিভিয়ে ফেলা হয়। ’

সম্পর্কিত পোস্ট