সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

চন্দ্রনাথ তীর্থে শিব চতুর্দশী মেলা শুরু

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ
চন্দ্রনাথ তীর্থে শিব চতুর্দশী মেলা শুরু

আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দিরে শিব চতুর্দশী উৎসব। উৎসবের চতুর্দশী তিথি ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টা ৭ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত থাকবে। এরপর অমাবস্যা শুরু হবে।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে এবারের মেলায় করোনার বিধিনিষেধ না থাকায় প্রায় ১০ লাখ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকরা। তবে এবারও থাকছে না বৈদিক সম্মেলনসহ বিশেষ কোনও আয়োজন। দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন। মেলা এবং তীর্থযাত্রীদের সার্বিক নিরাপত্তায় সীতাকুণ্ডের প্রশাসন, মেলা কমিটি এবং স্রাইন কমিটি ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মেলা ঘিরে পুলিশ, র‌্যাব, ফায়ার ডিফেন্স, আনসার বাহিনীসহ বিপুল সংখ্যক সেচ্ছাসেবক তৎপর রয়েছেন। এছাড়াও সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, অদ্বৈত-অচ্যুত মিশন-বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সনাতন বিদ্যার্থী সংসদ, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদসহ বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সীতাকুণ্ড মেলা কমিটির নির্বাহী সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন জানান, তিনদিনব্যাপী মেলায় তীর্থযাত্রীদের আগমনের সুবিধার্থে তূর্ণা নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ অন্যান্য আন্তনগর ট্রেনসমূহের যাত্রার ক্ষেত্রে সীতাকুণ্ডে ৩ মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়েছে।

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সীতাকুণ্ড পৌরসভা তীর্থযাত্রীদের সুবিধার্থে আলোকসজ্জা, পানীয় জল সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা ও পরিস্কার পরিছন্নতার ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনসমূহ তীর্থযাত্রীদের ফ্রি চিকিৎসা ও পানীয় জল খাওয়ার ব্যবস্থা করছে। জরুরি সেবা দেয়ার জন্য মেডিক্যাল বোর্ডসহ ফায়ার সার্ভিস বিভাগ নিয়োজিত আছে। সীতাকুণ্ড মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সুবিধাজনক স্থানে পানীয় জলসহ ৩০টি স্থায়ী-অস্থায়ী টয়লেট বসানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বাড়বানল কুণ্ড, চন্দ্রনাথে ওঠার সড়কপথ, মন্দির সড়কপথসহ বিভিন্ন স্থানে ৪৫০জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় নতুন সংযোজন হিসেবে বসানো হয়েছে পাঁচটি ওয়াচ টাওয়ার।

সংলাপ/২৮/০২/০০৬/আজমল

সম্পর্কিত পোস্ট