মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

চেন্নাই সুপার কিংসের ঘরে চতুর্থ আইপিএল শিরোপা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ৩:৪৫ পূর্বাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ৩:৪৬ পূর্বাহ্ণ
চেন্নাই সুপার কিংসের ঘরে চতুর্থ আইপিএল শিরোপা

দীর্ঘ সাত বছর পর তৃতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা ঘরে তোলার আশায় আইপিএল-১৪ আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পারলো না মহেন্দ্র সিং ধোনি-জাদেজাদের সঙ্গে লড়ে। কলকাতাকে হারিয়ে চতুর্থবার শিরোপা জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস।

অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি নিজের ৩০০ তম ম্যাচটাকে স্মরণীয় করে রাখলেন চেন্নাই অধিনায়ক। চেন্নাই সুপার কিংসকে এনে দিলেন চতুর্থ আইপিএল শিরোপা। ড্রেসিং রুমে ঢোকার পূর্বে গ্লাভস জোড়া উঁচিয়ে হাতটা তুলে বিদায় জানালেন পুরো স্টেডিয়ামকে।

তৃতীয়বারের মতো শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নেমে ভুলে যাওয়ার মতো দিন অতিবাহিত করেছেন কলকাতার বোলাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ধোনির চেন্নাই স্কোরবোর্ডে তুলেছে ১৯২ রান; এক সুনীল নারিন ছাড়া চেন্নাইয়ের ব্যাটসম্যানদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কেউই। চেন্নাইয়ের হয়ে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ফাফ ডু প্লেসি; ৩২, ৩৬ এবং ৩৭* রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে চেন্নাইকে বড় সংগ্রহ গড়তে সহযোগীতা করেছেন রুতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা এবং মঈন আলি। ২৬ রানে দুইটি উইকেট নিয়েছেন নারিন; তিন ওভার বল করে ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব আল হাসান।

সম্পর্কিত পোস্ট