শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেয়া শুরু

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১ | ৯:৩৯ পূর্বাহ্ণ আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ | ৯:৩৯ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেয়া শুরু

সময়ের সংলাপ ডেস্ক :

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ফাইনাল পরীক্ষা শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগ। বুধবার ওই বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

পরীক্ষায় শতভাগ উপস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চতুর্থ বর্ষ বি.এ (অনার্স) ফাইনাল পরীক্ষা (কোর্স নং ৪০১) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীর উপস্থিতির হার শত ভাগ।

এর আগে লকডাউন শিথিল হওয়া সাপেক্ষে ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সেই বিজ্ঞপ্তিতে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হলেও করোনা পরিস্থিতি অবনতি বা দীর্ঘায়িত হলে অনলাইনে কিভাবে পরীক্ষা নেয়া সম্ভব সে বিষয়ে বিভাগগুলোকে নিজ নিজ একাডেমিক কমিটির সভা করে সিদ্ধান্ত নিতে বলা হয়। ১২ সেপ্টেম্বরের মধ্যে অনুষদের ডিনদের গৃহীত সিদ্ধান্ত জানাতেও বলা হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা বিশ্ববিদ্যালয়ে চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির কাছে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ ২০২০ খ্রিষ্টাব্দের পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে বলে জানাও গেছে।

সম্পর্কিত পোস্ট