চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি মামলায় পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাইফুল আলম বন্দর থানার ৩ নম্বর ফকিরহাট গোসাইলডাঙ্গা এলাকার মো. হারুনের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সাইফুলের বিরুদ্ধে চারটি মামলায় ওয়ারেন্ট ছিলো। বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট ওয়ারেন্টমূলে আদালতে পাঠানো হবে।
এদিকে সাইফুল ইসলামকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
বিবৃতিতে তারা বলেন, দেশ পরিচালনায় সবক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়েছে। মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। বর্তমানে সরকারের দুঃশাসনের মাত্রা ভয়াবহ রূপ ধারণ করেছে। চট্টগ্রামের এই মেধাবী ছাত্রনেতাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।