আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। এই ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ম্যাচ শুরুর একদিন আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিকের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
মূলত চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না জাকের। ফলে তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ অঙ্কনকে। এই উইকেটকিপার ব্যাটারের এখনও টেস্ট অভিষেক হয়নি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টের স্কোয়াডে উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের জায়গায় অনভিষিক্ত মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে ডাকা হয়েছে।’
জাকেরের চোট প্রসঙ্গে জাতী দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘গতকাল রোববার অনুশীলনে ব্যাট করতে গিয়ে আঘাত পেয়েছিলেন জাকের আলী। আগেও তিনি এ ধরনের চোটে ভুগেছেন। তার অতীত অভিজ্ঞতা বলছে, এই চোট কাটিয়ে উঠতে তার বেশ কয়েক দিন সময় লাগবে। যে কারণে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।’
জাকের বিকল্প হিসেবে সুযোগ পাওয়া অঙ্কনের প্রথম শ্রেণীর রেকর্ড বেশ সমৃদ্ধ। ৪৩ ম্যাচে তিনি ১৯৩৪ রান করেছেন। চলমান জাতীয় লিগেও দুর্দান্ত ফর্মে আছেন। এবারের আসরে খেলা তার প্রথম ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। সিলেট বিভাগের বিপক্ষে ঢাকার হয়ে ১১৮ রানের ইনিংস খেলেছেন তিনি।