প্রকাশ: ৭ অক্টোবর ২০২১ | ৩:০৪ অপরাহ্ণ আপডেট: ৭ অক্টোবর ২০২১ | ৩:০৪ অপরাহ্ণ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত আসামি প্রদীপের জামিন নামঞ্জুর করেন।
প্রদীপ কুমার দাশের আইনজীবী অ্যাডভোকেট রতন চক্রবর্তী জানান, আদালতে প্রদীপ কুমার দাশের জামিন আবেদন করা হলে, আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৬ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।