রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

চট্টগ্রামে ৫ পেশাদার চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১ | ৩:১৪ অপরাহ্ণ আপডেট: ৭ অক্টোবর ২০২১ | ৩:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামে ৫ পেশাদার চাঁদাবাজ গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর অলংকার এলাকা থেকে পাঁচজন পেশাদার পরিবহন চাঁদাবাজকে চাঁদাবাজির অর্থসহ গ্রেফতার করেছে র‍্যাব-৭।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদেরভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত বুধবার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ আজাদ (৩৪), অহিদ (৩৮), মোঃ আরিফ হোসেন (৩০), নারায়ন দে (৫১) ও মোঃ সিদ্দিক হোসেনকে (৪৫) আটক করে।

র‌্যাব আরও জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদে তরা স্বীকার করে দীর্ঘদিন অবৈধভাবে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের ড্রাইভারদের নিকট হতে তারা জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশী করে চাঁদা আদায়ের নগদ ২১ হাজার আট’শ ২০ টাকা জব্দ করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত পোস্ট