চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে মেলার উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।
মেলা উদ্বোধন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, গত বছর করোনার কারণে বইমেলা অনুষ্ঠিত হয়নি। এবছর করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে মেলা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, একুশে বইমেলা নিয়ে অনেক অপ্রপচার চালানো হচ্ছে। কিছু লোক অপপ্রচার চালাচ্ছে মেলায় ইসলামী বই রাখা যাবে না। এরা ৭১ সালেও ছিল, ওদের পেতাত্মারা এখনও আছে। ইসলামী বই রাখা যাবে না, এটা কখনো বলা হয়নি। অবশ্যই ইসলামী বই রাখা যাবে। তবে কোনো মৌলবাদী বই মেলায় রাখা যাবে না। জঙ্গিবাদের আশ্রয়দাতা যারা, যারা জঙ্গিবাদকে উৎসাহিত করে বই লিখে তাদের বই মেলায় রাখা যাবে না। যে বই পড়ে তরুণ প্রজন্ম জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে, সে বই এই মেলায় রাখা যাবে না।
তিনি বলেন, মেলায় কিন্তু অনেক ইসলামী প্রকাশনা আছে। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের সবাইকে, ইসলামী চিন্তাবিদসহ সবাইকে মেলায় আশার আহ্বান জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক নিছার উদ্দিন আহমেদ বলেন, এবারের মেলায় ১ লাখ ২ হাজার বর্গফুটের জায়গায় মোট ১২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সবাই মেলায় অংশগ্রহণ করছে।