রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পূজা উদযাপন কমিটির মানববন্ধন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ৯:৫১ অপরাহ্ণ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ৯:৫১ অপরাহ্ণ
চট্টগ্রামে পূজা উদযাপন কমিটির মানববন্ধন

চট্টগ্রাম আসন্ন শারদীয় দুর্গোৎসব পালনে বাঁধা-নিষেধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

নগরীর কৈবল্যধাম মালিপাড়া আশ্রমে যুব জাগরণ সংঘের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালনে বাঁধা-নিষেধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘন্টাব্যাপি আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতা কাঞ্চন ভট্টাচার্যের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল উজ্জল সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট