প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১ | ২:১০ পূর্বাহ্ণ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ | ২:১০ পূর্বাহ্ণ
স্ত্রীর সাথে অভিমান করে নিজ ঔরসজাত সন্তানকে বিক্রি করে দিয়েছেন চট্টগ্রামের এক পিতা। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
সিএমপির চান্দগাঁও থানার ওসি. মাইনুর রহমান জানান, নগরীর চান্দগাঁও থানাধীন আব্বাস নামের এক ব্যক্তি অর্থের বিনিময়ে নিজ সন্তানকে চন্দনাইশ থানাধীন দোহাজারী এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।
পরে ওই শিশুটির মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চন্দনাইশের দোহাজারী এলাকা থেকে আজ শিশুটিকে উদ্ধার করে।