বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে তিনজন গ্রেফতার

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১ | ৭:৩৪ অপরাহ্ণ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২১ | ৭:৩৪ অপরাহ্ণ
চট্টগ্রামে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে তিনজন গ্রেফতার

সময়ের সংলাপ ডেস্ক :
চট্টগ্রামের পাহাড়তলীতে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর পাহাড়তলী থানাধীন প্রাণ হরিদাস রোডস্থ বিবেকানন্দ নাথের তনয় বিতান নামক ভবনে অভিযান পরিচালনা করে মর্জিনা বেগম (৪২), মোঃ মনির হোসেন (২৪) ও মোঃ রাশেদ উদ্দিন (৪৮) কে গ্রেফতার পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বেলা আড়াইটায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এক নারীর কল পায় তারা। নারীটি জানায় তাকে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজে বাধ্য করা হচ্ছে। খবর পেয়ে পাহাড়তলী থানা থেকে একঘন্টার ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সেখানে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করে তারা।

পরে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

সম্পর্কিত পোস্ট