শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামে নজর কেড়েছে গরুর ফ্যাশন শো

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৩ | ৯:১৭ অপরাহ্ণ আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ | ৯:২১ অপরাহ্ণ
চট্টগ্রামে নজর কেড়েছে গরুর ফ্যাশন শো

ফ্যাশন শো— আমাদের সবার কাছে কম বেশি পরিচিত শব্দ। তবে ফ্যাশন শো বললেই আমাদের মনে আসে বড় কোন তারকার আসর। যেখানে অভিনেতা অভিনেত্রীরা অংশগ্রহণ করবেন। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিন্নধর্মী ফ্যাশন শো। যেখানে আকর্ষেণের কেন্দ্রে ছিলো বড় বড় গরু!

শুক্রবার (৬ জানুয়ারি) দিনব্যাপী “ক্যাটেল এক্সপো-২০২৩” নামে গরুর এই প্রদর্শনী বা ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম মাঠে।

চট্টগ্রামে দ্বিতীয়বারের মত আয়োজিত গরুর এই ফ্যাশন শো দেখতে সকাল থেকে ভিড় জমে কাজীর দেউড়ি এলাকায়। বিকেল ৩টায় উদ্বোধনের আগেই লোকে লোকারণ্য হয়ে উঠে বিশাল এই মাঠ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল আই পরিচালক শায়েখ সিরাজ।

চট্টগ্রাম ক্যাটেল ফার্মস কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে চট্টগ্রামের ৩২টি ক্যাটেল ফার্মের ১০০টিরও বেশি গরু প্রদর্শিত হয়।

বিশাল বিশাল গরুকে হাঁটিয়ে করানো হচ্ছে ক্যাটওয়ার্ক

এবারের ক্যাটেল এক্সপো মেলায় আসা সবচেয়ে বড় ছিল নাহার এগ্রো ফার্মের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। ৩২ মাস বয়সী ষাঁড়টির ওজন ছিল ১ হাজার ৭৫ কেজি। এই ষাঁড়টি একপলক দেখতে স্টলের সামনে ভিড় করেন অসংখ্য মানুষ।

এতদিন মানুষের ফ্যাশন শো হয়ে এলেও এবার গরুর ফ্যাশন শো দেখল মানুষ। ক্যাটেল এক্সপোকে অংশ নেওয়া গরুগুলো একে একে জনসমক্ষে প্রদর্শন করা হয়।

আয়োজনের মূল সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, এ প্রদর্শনীতে কোনো গরু বিক্রি করা হচ্ছে না। শুধু গরু প্রদর্শন, প্রাকৃতিক উপায়ে কিভাবে ক্যাটেল ফার্ম করা যায় এবং প্রাকৃতিক পদ্ধতি ও প্রাকৃতিক খাদ্যে কিভাবে গরু মোটা-তাজা করা হয়, সেসব তথ্য-উপাত্ত জানানো হচ্ছে। এছাড়া, শিক্ষিত তরুণরা ক্যাটেল ফার্ম করে কিভাবে সফল উদ্যোক্তা হিসেবে দেশের প্রাণিসম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে, সেসব বিষয় এ এক্সপোতে তুলে ধরা হয়েছে।

আইআই

সম্পর্কিত পোস্ট