প্রকাশ: ২ মার্চ ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ আপডেট: ২ মার্চ ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে অগ্নিকান্ডে প্রতিভা মহাজন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধসহ পুড়ে ছাই হয়েছে ৩ বসতঘর।
বুধবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বপন মহাজনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে মারা যাওয়া বৃদ্ধা মহিলাটি স্বপন মহাজনের স্ত্রী।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে তিন বসতঘর পুড়ে যায়। আগুনে পুড়ে এক বৃদ্ধাও মারা যান। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।