প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ৬:০৫ অপরাহ্ণ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ৬:০৫ অপরাহ্ণ
চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরিয়া এলাকায় নির্মাণাধীন দেয়াল ধসে মো. নুরুল হক (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আকবরিয়া পাড়ায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলিউদ্দিন তালুকদার বলেন, নির্মাণাধীন দেয়ালের পাশেই কাজ করছিলেন শ্রমিক নুরুল হক। এ সময় হঠাৎ একটি দেয়াল ধসে নুরুল হকের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।