তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি, পৌর যুবদল, ছাত্র দল ও সেচ্ছাসেবক দল।
রবিবার বিকাল ৪টার দিকে খেতাব মোড়, আজাদমোড়,গা ইবান্ধা মোড় সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক সমাবেশের মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করে।
পৌর বিএনপির সভাপতি মেয়র আঃ সাত্তার মিলনের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক- হাসিবুর রহমান বাবু, আবুল কালাম আজাদ, মাহফুজার রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক- ফরিদ আলম, যুবদলের আহ্বায়ক -ইব্রাহীম খলিল, সদস্য সচিব- সজীব কবির, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক- মনিরুজ্জামান মিঠু, সদস্য সচিব- আজিজুর রহমান ডিপটি, ছাত্রদলের আহ্বায়ক- রেজবী আহম্মেদ রকি, যুগ্ম আহ্বায়ক- ইমরান খান প্রমুখ।
এসময় মেয়র আঃ সাত্তার মিলন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ অনেকে।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, সরকার কৃত্রিম সংকটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে এ সরকারের প্রতি অতিষ্ঠ। তাই অতিসত্বর তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, ষড়যন্ত্র করে দেশনেত্রী খালেদা জিয়াকে আটক করে রেখেছে। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ,সুচিকিৎসা করার জন্য বক্তারা এসময় তাঁর মুক্তির দাবি জানান।