বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

ঘিওরে রাতের আধারে চলছে অবৈধ ড্রেজার

প্রকাশ: ২৫ মে ২০২২ | ২:৪৮ অপরাহ্ণ আপডেট: ২৫ মে ২০২২ | ২:৪৮ অপরাহ্ণ
ঘিওরে রাতের আধারে চলছে অবৈধ ড্রেজার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কুচক্রি বালু ব্যবসায়ী মহল। নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে স্থানীয় প্রশাসন।

সরেজমিনে উপজেলার সরকারি কলেজ ও ব্রিজ সংলগ্ন স্থানে কালীগঙ্গা নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের চিত্র দেখা গেছে। এখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে স্থানীয় যুবলীগ নেতা আমিনুর বেপারী।

স্থানীয়রা অভিযোগ করে জানান, ঘিওর কালীগঙ্গা নদীতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে আমিনুর। সরকারি কলেজ এবং হাজার হাজার মানুষের যাতায়াতের ব্রিজের নীচ থেকে এভাবে বালু কাটা হলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি চলতি বর্ষায় কলেজটিও হুমকিতে রয়েছে।

বালু ব্যবসায়ী আমিনুর বেপারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি রাজনীতি করি। কিছু সুবিধা-তো আমি পাই। রাজনীতি করে যদি ড্রেজার চালাতে না পারি তাহলে রাজনীতি করি কেন!

এ ব্যাপারে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই জায়গায় আশ্রয়ন প্রকল্পের জন্য একটা ড্রেজার বসানো হয়েছিল শুনেছি। খোঁজ নিয়ে দেখি যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট