মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ঘাম ঝরিয়ে জিতল ডাচরা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ২:১৭ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ২:১৭ অপরাহ্ণ
ঘাম ঝরিয়ে জিতল ডাচরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে দেখানো দাপটটা নেদারল্যান্ডসের বিপক্ষে ধরে রাখতে পারেনি নামিবিয়া। রুগণ ব্যাটিংয়ে ১২১ রানের বেশি করতে পারেনি দলটি। তবে বোলিংয়ে এসে ঘুরে দাঁড়ায় তারা। একসময় মনে হচ্ছিল, ১২২ রানের টার্গেটে পৌঁছাতে পারবে না নেদারল্যান্ডস। তবে শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে জিতল ডাচরা।

প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের দুর্দান্ত বোলিংয়ের কারণে ১২১ রানের বেশি করতে পারেনি তারা; এর মধ্যে উইকেট হারিয়েছে ৬টি। ১২২ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৯ রান ওঠার পর ডাচদের জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই সহজ পরিস্থিতিটা কঠিন হয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই।

১৪তম ওভারের পঞ্চম বলে ৯২ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে। ওদিকে রানরেট বাড়ছিল। হঠাৎ করেই ম্যাচের পাল্লা ঝুলে পড়ে নামিবিয়ার দিকে। শেষ পর্যন্ত সহজ ম্যাচটাকে কঠিন বানাতে বানাতে যখন হারের পর্যায়ে চলে গিয়েছিল, তখন বাস ডি লিডি ও টিম প্রিঙ্গল মিলে কোনোমতে জয় এনে দেন নেদারল্যান্ডসকে।

মাত্র ৩ বল হাতে রেখে জয়ী হলো নেদারল্যান্ডস এবং সে সঙ্গে টানা দ্বিতীয় জয়ে সুপার টুয়েলভের পথটাও পরিষ্কার করে তুলল ডাচরা।

এর আগে জিলংয়ের কার্দিনিয়া পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার চিন্তা করেননি নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিন টপঅর্ডার ব্যাটারকে হারায় নামিবিয়া। শুরুতেই উইকেট খোয়ানোর কারণে শম্বুকগতির ব্যাটিং প্রদর্শন করে ব্যাটাররা।

বার্ড আর ইরাসমাসের সঙ্গে দুটো জুটি গড়লেও বেশিদূর আগাতে পারেননি ইয়ান ফ্রাইলিঙ্ক। তিনি ৪৩ রানের ইনিংস খেলেছেন বটে, তবে তাতে দলের তেমন কোনো উপকার হয়নি। এই রান করতে তিনি খেলেছেন ৪৮ বল।

শেষদিকে নামিবিয়ার দুই পাওয়ার হিটার ডেভিড ভিসা ও জেজে স্মিট ৯ বলে করেছেন ১৬ রান। সংগত কারণেই বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দলটি। ৬ উইকেট খোয়ালেও ১২১ রানেই থামতে হয়েছিল তাদের।

সম্পর্কিত পোস্ট