শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঘাটতি লাঘবে লবণ নীতিমালা অনুমোদন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২ | ৭:৪৫ অপরাহ্ণ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ | ৭:৪৫ অপরাহ্ণ
ঘাটতি লাঘবে লবণ নীতিমালা অনুমোদন

‘জাতীয় লবণ নীতিমালা-২০২২’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন লবণ চাষের ক্ষেত্রে দক্ষিণাঞ্চল বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর অনেকগুলোয় ট্রেডিশনাল সিস্টেমে হচ্ছে। এখানে একটা মোডিফিকেশন দরকার। মাতারবাড়ি, কক্সবাজার, পায়রাসহ বেশকিছু জায়গা ডেভলপমেন্ট কাজে হাত দিয়েছি।

সেজন্য নতুন নতুন জায়গায় উদ্ভাবন এবং নতুন টেকনোলজির মাধ্যমে আরও প্রোডাক্টটিভিটি ইফেকক্টিভ ও বড় করার জন্য নীতিমালা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করা হচ্ছে, ২০২০-২৫ মেয়াদি এই নীতিমালা বাস্তবায়ন করলে আমরা লবণ উৎপাদনের কাঙ্খিত লক্ষ্য অর্জন করবো এবং আমাদের লবণের ঘাটতি হবে না।

এজন্য কতগুলো কাজ করতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক লবণের খাতভিত্তিক চাহিদা নিরূপণ, পরিবেশবান্ধব উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার, লবণ চাষিদের স্বাস্থ্য সুরক্ষা, প্রশিক্ষণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। অপররিশোধিত লবণের মান এবং মাত্রা নির্ধারণ করতে হবে।

ঈদুল আযহার সময় চামড়াগুলো যেন সংরক্ষণ করতে পারি সেজন্য পর্যাপ্ত পরিমাণে লবণের ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট