বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

গ্রীসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৩:৫৭ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ
গ্রীসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গ্রীসে যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, গ্রীসের নতুন প্রজন্মের সদস্যসহ সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির সূচনা করেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের উন্নয়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভার শুরুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী নেতৃত্বে সংঘটিত মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

দূতাবাসের কাউন্সেলর মো. খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তারা জাতির পিতা এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করার শপথ নেন।

গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন কর্মযজ্ঞে প্রবাসী বাংলাদেশীদের একযোগে কাজ করার আহবান করেন।

অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

এছাড়া আগামী ৩১ মার্চ এথেন্সের একটি হোটেলে দূতাবাস কর্তৃক স্থানীয় গ্রীক সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, উচ্চ পদস্থ সরকারী ও সামরিক কর্মকর্তাগণ, গ্রীসের সম্মানিত নাগরিক ও সুশীল সমাজের সদস্য, গ্রীসে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ কূটনীতিকগণ, গ্রীসের নেতৃস্থানীয় ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংলাপ-২৭/০৩/০০৪/আ/আ

সম্পর্কিত পোস্ট