মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

গ্রিসে ‘বাংলাদেশ উৎসব’ ১৭ অক্টোবর

প্রকাশ: ৮ অক্টোবর ২০২১ | ৭:২৭ অপরাহ্ণ আপডেট: ৮ অক্টোবর ২০২১ | ৮:০০ অপরাহ্ণ
গ্রিসে ‘বাংলাদেশ উৎসব’ ১৭ অক্টোবর

মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গ্রিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ উৎসব ২০২১’।

মুজিব বর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আগামী ১৭ অক্টোবর এই উৎসব অনুষ্ঠিত হবে।

দূতাবাস কার্যালয় প্রাঙ্গণে ওই দিন দুপুর ২টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত চলবে উৎসব।

দূতাবাস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে নানাধরণের অনুষ্ঠানমালা চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশি খাবার, পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন রয়েছে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে গ্রিসে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন।

সূত্র জানায়, সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দূতাবাস। উৎসবকে আনন্দমুখর করে তুলতে প্রবাসীদের সবান্ধব/সপরিবারে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস।

সম্পর্কিত পোস্ট