বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

গ্রিসে ‘বাংলাদেশ উৎসব’ উদযাপন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১ | ২:৩২ পূর্বাহ্ণ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ | ২:৩৩ পূর্বাহ্ণ
গ্রিসে ‘বাংলাদেশ উৎসব’ উদযাপন

মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় গ্রিসে উদযাপিত হলো ‘বাংলাদেশ উৎসব ২০২১’। ‘মুজিব বর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের আয়োজন করে গ্রিস বাংলাদেশ দূতাবাস।

রোববার গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ দুপুরে বাংলাদেশ উৎসবের উদ্বোধন করেন। বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত উৎসবে বিভিন্ন দেশের কূটনৈতিক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ উৎসবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশি খাবার ও ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমারোহ। বাংলাদেশি পরিবার, নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরসহ সর্বস্তরের প্রবাসীরা ও দূতাবাস কর্মকর্তারা দেশীয় লোকজ পোষাকে সজ্জিত হয়ে উৎসবে নেন। এথেন্স ও নিকটবর্তী শহর থেকে আগত প্রায় ২ হাজার বাংলাদেশি সপরিবারে এই উৎসবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজন বাংলাদেশ দূতাবাসকে মিনি বাংলাদেশে পরিণত করে।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও আর্থ-সামাজিক উন্নয়ন সর্ম্পকে
সবাইকে অবগত করা সম্ভব হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হবার পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয়ভাবে সামিল হতে হবে প্রবাসীদের।

করোনাকালীন দীর্ঘ লকডাউন ও নিষেধাজ্ঞার পর দূতাবাস কর্তৃক আয়োজিত এই উৎসব গ্রিস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্দীপনা তৈরি করেছে। আগত প্রবাসীরা বলছেন, এই উৎসবের মাধ্যমে প্রবাসীদের সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

সম্পর্কিত পোস্ট