বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পরিচয় খুঁজচ্ছে দূতাবাস

গ্রিসের মর্গে থাকা লাশটি কার ?

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১ | ৬:৩৯ অপরাহ্ণ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ | ৬:৩৯ অপরাহ্ণ
গ্রিসের মর্গে থাকা লাশটি কার ?

প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে গ্রিসের একটি হাসপাতালের মর্গে পড়ে আছে অজ্ঞাত মৃতদেহ। দীর্ঘদিন পড়ে থাকা লাশটি কার? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মৃত ব্যক্তির চেহারা দেখতে অনেকটা দেখতে এশিয়ান নাগরিকদের মত। বলা চলে বাংলাদেশি মানুষের চেহারা।

প্রবাসীরা বলছেন, মৃত ব্যক্তি বাংলাদেশি হতে পারেন।আবার কেউ কেউ বলছেন তিনি পাকিস্তানিও হতে পারেন। তবে তার সঠিক কোন তথ্য না পাওয়ায় পরিচয় সনাক্ত করতে পারেনি গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সম্প্রতি সিলেটের ব্যবসায়ী ইমরানের মৃতদেহ সনাক্ত করতে গেলে অজ্ঞাত এই লাশের সন্ধান পায় দূতাবাস। কিন্তু তার সাথে কোন পরিচয় পত্র বা পরিবারের সন্ধান না পাওয়ায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। যে কারণে লাশ গ্রহণের কার্যক্রমও থমকে যায়। তবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিতের লক্ষ্যে দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিবর্গ মৃত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তার পরিচয় নিশ্চিত করতে পারলে গ্রিসে অবস্থিত এথেন্স দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেয় দূতাবাস।

সম্পর্কিত পোস্ট